বেসরকারি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কর অব্যাহতি

এনবিআরের প্রজ্ঞাপন জারি

0
152
কায়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

২০২০ সালের ৩০ জুনের মধ্যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তিবদ্ধ হয়ে আগামী ২০২৪ সালের জুনের আগে উৎপাদনে যাওয়া বেসরকারি খাতের কায়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকেও কর অব্যাহতি আওতায় আনা হয়েছে। গত মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আইন ২০২৩ অনুযায়ী এ সুবিধা দিয়েছে এনবিআর।

প্রজ্ঞাপনে বলা হয়, যেসব কয়লাভিত্তিক বিদুৎ উৎপাদনকারী প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি ২০২০ সালের ৩০ জুনের মধ্যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তিবদ্ধ হয়েছে ২০২৪ সালের জুনের আগে উৎপাদনে যাবে তাদের কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে প্রদেয় কর অব্যাহতি দেওয়া হলো। এক্ষেত্রে বিদ্যুৎকেন্দ্রের ব্যবসায় অর্জিত আয়ের ওপর বাণিজ্যিক উৎপাদনের দিন থেকে ১৫ বছর কোনো কর দেওয়া লাগবে না। কোম্পানিতে কর্মরত বিদেশি ব্যক্তিদের আয়ের ওপর তিন বছর পর্যন্ত কর প্রযোজ্য হবে না। এছাড়া এসব কোম্পানির বিদেশি ঋণের সুদ, কারিগরি সহায়তা ফি এবং কোম্পানির শেয়ার হস্তান্তরের ফলে উদ্ভূত মূলধনি মুনাফাও কর অব্যাহতির আওতায় থাকবে। তবে এসব সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলোকে প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ, ১৯৯-এ নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে। এর আগে গত ১৯ জুন ২০২৪ সালের জুনের আগে উৎপাদনে যাওয়া বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে (কয়লাভিত্তিক বাদে) আগামী ২০৩৬ সালের ৩০ জুন পর্যন্ত অর্জিত আয়ের ওপর কর অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পেতে বিদ্যুৎকেন্দ্রগুলোকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে উৎপাদনে যাওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা বাড়িয়ে ২০২৪ করা হয়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিদেশি নাগরিকদের কর অব্যাহতি : গত মঙ্গলবার অপর এক প্রজ্ঞাপন জারি করে এনবিআর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে নিয়োজিত বিদেশি নাগরিকদের বেতন ও ভাতার ওপর আয়কর গত এক জুলাই থেকে আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। আয়কর আইন-২০২৩ অনুযায়ী তাদের এ সুবিধা দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.