পরিণীতি-রাঘবের বিয়েতে থাকছে যত আয়োজন

0
153
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা

বলিউডে বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। আর মাত্র একদিন পরেই সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। এরই মধ্যে ধুমধামে হয়েছে মেহেদি অনুষ্ঠান। রোববার তাদের চার হাত এক হবে। বলা বাহুল্য, বিয়ের প্রস্তুতি পর্ব প্রায় শেষ। ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে এই রাজকীয় বিয়ের আসর।

স্বাভাবিকভাবেই বিয়ের আয়োজনে কোনো ত্রুটি রাখতে চান না রাঘব ও পরিণীতি। তাই এ জুটি বিশ্বের শীর্ষ তিন হোটেলের মধ্যে এক লীলা প্যালেসকে বেছে নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম ই-টাইমসের সূত্র অনুযায়ী, দিল্লিতে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান সেরে পরি ও রাঘব রাজস্থানের উদয়পুরের উদ্দেশে রওনা দিয়েছেন। উদয়পুরে আজ সকালে পরিণীতির ‘চূড়া সিরিমনি’ (পাঞ্জাবি বিয়ের একটি রীতি) হয়েছে। চূড়া অনুষ্ঠান যে সুইটে হয়েছে তা সম্পূর্ণভাবে কাচ দিয়ে নির্মাণ করা ছিল। আর এই সুইটের এক রাতের ভাড়া ৯ থেকে ১০ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা। এর পর বিকালে জমকালো সংগীত জলসার আয়োজন রাখা হয়েছে।

২৪ সেপ্টেম্বর রাঘবের ‘সেহরাবন্দি’-র মাধ্যমে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। এদিনের থিম থাকবে থ্রেডস অব ব্লেসিং। তারপর দুপুর ২টার দিকে বরযাত্রীর শোভাযাত্রা তাজ লেকে। দুপুর সাড়ে ৩টার মধ্যে মালাবদল করবেন পরিণীতি ও রাঘব। তারপর সাত পাক ঘুরবেন তারা। ‘আ পার্ল হোয়াইট ওয়েডিং’-এর মাধ্যমে চারহাত এক হবে যুগলের। বিয়ের দিনই রাত সাড়ে ৮ টায় তাজ লীলা প্যালেসে অনুষ্ঠিত হতে চলেছে নবদম্পতির রিসেপশন।

পরিণীতি আর রাঘবের পরিবারের সদস্যরা উদয়পুরের আলাদা আলাদা হোটেলে থাকবেন। রাঘবের পরিবার তাজ লেক প্যালেসে আর পরিণীতির পরিবার লীলা প্যালেসে থাকবে।

জানা গেছে, অতিথিদের জন্য লীলা প্যালেসের ৮টি সুইট আর ৮০টি ঘর বুকিং করা হয়েছে। তাদের বিয়ে ঘিরে হোটেল কর্তৃপক্ষ অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে চলেছে। এই তারকা জুটির বিয়ের জন্য হোটেলের পক্ষ থেকে নানা রকম সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। দিল্লির এক সংস্থার ওপর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ মে আংটি বদল করেন রাঘব এবং পরিণীতি। তারা একে অন্যের দীর্ঘদিনের বন্ধু। বাগদানের আগে পর্যন্ত যদিও রাঘব বা পরিণীতি কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। অন্য়দিকে, বলিউডের অতি পরিচিত মুখ পরিণীতি। এবার অপেক্ষা দম্পতির সাত পাক ঘোরার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.