হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা ফাঁকি দিয়ে পাসপোর্ট ও টিকিট ছাড়াই এক শিশুর ফ্লাইটে উঠে যাওয়ার ঘটনায় ১০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ ঘটনা তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ইউএনবিকে জানান, বেবিচকের একজন উপপরিচালক পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি ছেলেশিশু (৮–১০ বছর) পাসপোর্ট, টিকিট ও বোর্ডিং পাস ছাড়াই এবং বিমানবন্দরে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে উঠে পড়ে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শিশুটিকে বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত সোয়া তিনটার দিকে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের কথা ছিল। শিশুটিকে ফ্লাইটের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে কেবিন ক্রুরা তাকে তার আসনে বসতে বলেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় কেবিন ক্রু তাকে তার মা–বাবার পাশে বসতে বলেন। তখন শিশুটি জানায়, বাবা-মা তার সঙ্গে নেই। কার সঙ্গে উড়োজাহাজে উঠেছে, সেটাও বলতে পারছিল না। এমনকি তার সঙ্গে পাসপোর্ট, টিকিট ও বোর্ডিং পাসও ছিল না।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল মিয়া জানান, ওই শিশুকে তার মামার কাছে হস্তান্তর করা হবে।
ইউএনবি