রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনীতির মৌলিক দুর্নীতি দেখা যায়।
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে এখনো শীর্ষ পর্যায়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে তিনি একাধিক ফৌজদারি মামলার মুখোমুখি হচ্ছেন। তাঁর বিরুদ্ধে অন্যান্য মামলার সঙ্গে ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তাঁর পরাজয়কে পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার রাশিয়ার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সমাবেশে বক্তৃতাকালে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ট্রাম্পের ক্ষেত্রে যা ঘটছে, আমার মতে, এটি ভালো হয়েছে। কারণ, এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার নোংরা দিকটি উন্মোচন করেছে। তাই তারা অন্যদের গণতন্ত্র শেখানোর ভান করতে পারে না।’
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের ক্ষেত্রে যা ঘটেছে, তা রাজনৈতিক কারণে ঘটেছে। আর পুরো বিশ্বের জনগণের সামনেই করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে কয়েক দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধের সমাধান করতে পারতেন।
এ বিষয়ে পুতিন বলেছেন, ‘আমরা ট্রাম্পকে বলতে শুনেছি, তিনি কিছুদিনের মধ্যে অন্য সমস্যাসহ ইউক্রেনের সংকট সমাধান করতে পারতেন। ঠিক আছে, কিন্তু এই কথা তো সমাধান আনতে পারে না।’