শাহরুখ খানের ‘জওয়ান’ ঝড়ে বাংলাদেশে নতুন রেকর্ড

0
155
শাহরুখ খানের ‘জওয়ান’

‘পাঠান’ মুক্তির সাত মাস পর আবার বড় পর্দায় শাহরুখ খান। গতকাল বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে হিন্দি ভাষার পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেল শাহরুখের প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। ভারতের বাইরে, অর্থাৎ আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে রেকর্ড গড়েছে ‘জওয়ান’। সর্বোচ্চ ৪ হাজার ৫০০ থিয়েটারে মুক্তি পেয়েছে এটি। অন্যদিকে ভারতে ছবিটির হলসংখ্যা সাড়ে পাঁচ হাজার। ফলে একযোগে বিশ্বের ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ‘পাঠান’ বিদেশের বাজারে ২ হাজার ৭০০ হল পেয়েছিল। অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড অগ্রিম টিকিটে ‘পাঠান’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘জওয়ান’। মুক্তির আগে ভারতে ‘পাঠান’ সিনেমার ৩২ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল। এরচেয়ে আরও ৪৭ লাখ রুপির বেশি টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর। এ ছাড়া বিদেশের বাজারে অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ১৮ কোটি ৭০ লাখ রুপি। সব মিলিয়ে মুক্তির আগেই ৫১ কোটি ১৭ লাখ রুপি তুলে নিয়েছে ‘জওয়ান’।

বাংলাদেশে নতুন রেকর্ড

প্রথমবারের মতো বলিউডের কোনো নতুন সিনেমা ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তির রেকর্ড তৈরি করল। গতকাল সিনেমাটি বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পায়। ছাড়পত্র পেয়ে একই দিন মুক্তি দেয় আমদানিকারক প্রতিষ্ঠান। সাধারণত বাংলাদেশে সিনেমা মুক্তির নিয়ম সপ্তাহের শুরুর দিন শুক্রবার। কিন্তু প্রথাগত এ নিয়মের বাইরে গিয়ে সপ্তাহের একেবারে শেষ দিনে ভারতের সঙ্গে একই দিন মুক্তি পেল সিনেমাটি।

সমালোচকদরা দিল ১০/৯

‘পাঠান’ সিনেমা ব্যবসায়িক সাফল্য পেলেও তাতে গল্পের গাঁথুনি খুব একটা ছিল না বলেই সমালোচকদের দাবি। এবার ‘জওয়ান’ যেন সেটি পুষিয়ে দিল। ভারতে ভোর ৫টায় ছিল সিনেমাটির প্রথম শো। প্রথম দিনের প্রথম শো দেখতে রাতের প্রথম প্রহর থেকেই উপচে পড়েছিল দর্শক। দেখার পর তৃপ্তি নিয়েই হল থেকে বের হয়েছেন তারা। সমালোচকদের কাছে রেটিং পেয়েছে ১০/৯। প্রায় সব ফিল্ম ক্রিটিকস ছবিটিকে ‘ব্লকবাস্টার’ বলে আখ্যা দিচ্ছেন। সমালোচক তরণ আদর্শ ‘জওয়ান’কে ৫-এর মধ্যে সাড়ে ৪ রেটিং দিয়েছেন। ছবিটিকে তিনি ‘মেগা-ব্লকবাস্টার’ তকমা দিয়েছেন। বলেছেন, শাহরুখের ক্যারিয়ারে অন্যতম মসলাদার ছবি এটি। সমালোচক সুমিত কাড়েল ছবিটিকে সাড়ে ৪ রেটিং দিয়েছেন। ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের সিনেমা

৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘জওয়ান’। এটি শাহরুখের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এর আগে ২৫০ কোটি রুপিতে নির্মাণ হয়েছিল ‘পাঠান’। ‘জওয়ান’ ছবিটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.