গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে নেটফ্লিক্সের নতুন ওয়েবফিল্ম ‘জানে জান’-এর ট্রেলার। এই ওয়েবফিল্ম দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে কারিনা কাপুর খানের। বলিউড হাঙ্গামা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
২০০৫ সালে প্রকাশিত হয় প্রখ্যাত জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’। ব্যাপক জনপ্রিয় এই বই নিয়ে সিনেমা তৈরির যেন হিড়িক পড়ে যায়। বইটি প্রকাশের কিছুদিন পরই পড়েছিলেন সুজয় ঘোষ। তখন থেকেই বইটি থেকে সিনেমা তৈরির আগ্রহ তাঁর। এএফপি
‘কাহানি’ ব্যাপক জনপ্রিয় হওয়ার পর সুজয় ভেবেছিলেন ‘কাহানি ২’ বানাবেন ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে। কিন্তু মুশকিল হয় অন্যখানে। তত দিনে মুক্তি পেয়েছে ‘দৃশ্যম’। ঘটনা হলো ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ ও ‘দৃশ্যম’ ছবিতে কিছু মিল আছে। ‘দৃশ্যম’ও তৈরি হয়েছে ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর প্রেরণায়। তাই তখন আর ছবিটি করেননি সুজয়। এএফপি
আগের পরিকল্পনা অনুযায়ী ঐশ্বরিয়া রাই বচ্চন ও সাইফ আলী খানকে নিয়ে ছবিটি করতে চেয়েছিলেন সুজয়। তবে এবার বদলে গেছে পাত্রপাত্রী। সাইফ না থাকলেও তাঁর স্ত্রী কারিনা রয়েছেন। বাকি দুই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিজয় ভার্মা ও জয়দীপ আহলাওয়াতকে। এএফপি
ট্রেলারে দেখা যাচ্ছে শৈলশহর কালিম্পংয়ে থাকেন সিঙ্গেল মাদার কারিনা। জয়দীপ আহলাওয়াত কারিনার প্রতিবেশী, এক স্থানীয় স্কুলের শিক্ষক এবং বিজয় ভার্মা পুলিশ অফিসার, তদন্তের কাজে এসেছেন মুম্বাই থেকে। এএফপি
এরপর কী হয়, তা ট্রেলারে খোলাসা করেননি পরিচালক। তবে ছবিটির পরতে পরতে যে রহস্য মিশে আছে, তা ভালোই বোঝা গেছে। মূল উপন্যাসে নারী চরিত্রটির বেশি গুরুত্ব ছিল না। কিন্তু সিনেমার ক্ষেত্রে বদল এনেছেন সুজয়, ট্রেলার দেখে মনে হয়েছে, কারিনার চরিত্রটিও যথেষ্ট গুরুত্ব পেয়েছে।আইএমডিবি
২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘জানে জান’। গত বছরের মে মাসে কালিম্পংয়ে ছবিটির শুটিং হয়। আইএমডিবি
বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের মেয়ে আরাধ্যা কৈশোরে পা দিল। মা ঐশ্বরিয়া সমাজমাধ্যমে ছবি ভাগ করে নিয়েছেন। তার আঙুলে বিয়ের আংটি এখনও জ্বলজ্বল করছে।...
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টিস্যু পেপারের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর...
জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো...