লাহোরে উইকেট নেওয়ার কৌশল জানালেন রউফ

0
158
চার উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন হ্যারিস রউফ। ছবি: এএফপি

লাহোরের উইকেট ব্যাটিং বান্ধব হয়। উইকেটে পেসারদের জন্য খুব সুবিধা থাকে তা নয়। তবে স্পিনাররা রান দিয়ে ফেলায় পেস আক্রমণে মনোযোগ দেয় দল। সেজন্য সেখানে পেসারদের সাফল্যের হার বেশি।

বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের পেসাররা দুর্দান্ত বোলিং করেছেন। বাংলাদেশকে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট করে দিয়েছে। দলটির চার পেসার মিলে নিয়েছেন ৯ উইকেট। এর মধ্যে হ্যারিস রউফ মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। নাসিম শাহ নিয়েছেন ৩ উইকেট।

ইনিংস শেষে সম্প্রচার মাধ্যমকে রউফ বলেছেন, ‘পেস ইউনিট হিসেবে একজন আরেকজনকে সাহায্য করার লক্ষ্য থাকে আমাদের। তাতে কাজটা সহজ হয়। লাহোরে এমন একটা উইকেট যেখানে আপনাকে জোরে বোলিং করতে হবে এবং উইকেটে বোলিং করতে হবে। উইকেট পাওয়ার এটাই একমাত্র উপায়।’

উইকেট পাওয়ার বিষয়ে রউফ বলেন, ‘শুরুতে পেসাররা খুব ভালো করেছেন। যেটা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। এছাড়া উইকেট কেমন আচরণ করবে সে সম্পর্কে ধারণা পেয়েছিলাম। এগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ করেছিলাম, যা কাজে দিয়েছে। আমাদের ব্যাটাররা যেভাবে পারফর্ম করছে আশা করছি এই রান তাড়া করতে পারবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.