স্থলবন্দরের কাছেই মিলল ১৮ ককটেল

0
174
উদ্ধার করা ১৮ ককলেট

বেনাপোল স্থলবন্দর সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। শনিবার বিকেলে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরিত্যক্ত ঘরটির মালিক শ্রমিক সরদার বাদল। তবে সেখানে কেউ থাকেন না।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন বলেন, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে বিপুল পরিমাণ ককটেল মজুত আছে। পরে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৮টি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া ককটলে উদ্ধারের পরিত্যক্ত ঘরটি পরিদর্শন করে জানান, ককটেলগুলো উদ্ধার করে জমা দিয়েছে র‌্যাব। সেগুলো নিষ্ক্রিয় করা হবে। কে বা কারা এ ককটেলগুলো সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.