এখন নানা বৈচিত্র্যময় চরিত্রে অনেক নির্মাতার প্রথম পছন্দ তিনি। কয়েক বছর ধরে প্রেক্ষাগৃহ এবং ওটিটিতে একের পর এক কাজ করেছেন। এ অভিনেতার সম্পদের পরিমাণ এখন ১০০ কোটি টাকার বেশি। অথচ একটা সময় কী দুর্দিনই না পার করতে হয়েছে। তিনি আর কেউ নন, রাজকুমার রাও। আজ এ অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে এনডিটিভি ও পিংকভিলা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেতার সম্পর্কে বিস্তারিত।

১৯৮৪ সালের ৩১ আগস্ট ভারতের হরিয়ানার গুরুগ্রামে জন্ম রাজকুমার রাওয়ের। অভিনেতার আসল নাম রাজকুমার যাদব। ২০১৪ সালে যাদব নিজেকে রাও নামে পরিচিত করান। নিজের ইংরেজি নামের বানানে বাড়তি ‘এম’ যুক্ত করেনইনস্টাগ্রাম থেকে

মনোজ বাজপাই অভিনেতার জন্য বড় প্রেরণা। তাঁকে দেখে অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন রাজকুমার। ২০০৮ সালে ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অভিনয় নিয়ে দুই বছরের অভিনয় কোর্সে ভর্তি হন। এরপর অভিনয় করতে হাজির হন মুম্বাইতেইনস্টাগ্রাম থেকে

২০১০ সালে রাম গোপাল ভার্মার ‘রান’ দিয়ে হিন্দি সিনেমায় যাত্রা শুরু রাজকুমার রাওয়ের। এরপর করেন দিবাকর ব্যানার্জির ব্যাপক প্রশংসিত সিনেমা ‘লাভ সেক্স অউর ধোঁকা’। গত এক যুগে অভিনেতাকে দেখা গেছে ‘গ্যাংস অব ওয়াসিপুর ২’, ‘কাই পো চো’, ‘শহীদ’, ‘কুইন’, ‘আলিগড়’, ‘বেরেলি কি বরফি’, ‘ট্রাপড’, ‘নিউটন’, ‘দ্য হোয়াইট টাইগার’ ইত্যাদি সিনেমায়, ইনস্টাগ্রাম থেকে

এখন হিন্দি সিনেমার অন্যতম প্রতিষ্ঠিত অভিনেতা রাজকুমার। তবে একটা সময় তাঁর পথচলা এত সহজ ছিল না। এমনও দিন গেছে, তাঁর টি–শার্ট কেনার পয়সা ছিল না। টানা দুই বছর তাঁর স্কুলের বেতন দিয়েছেন তাঁর এক শিক্ষক। সে সময়ের কথা মনে করে এনডিটিভিকে অভিনেতা বলেছিলেন, ‘এমন দিন গেছে, আমাকে টাকা ধার করে চলতে হয়েছে। অন্যের সঙ্গে খাবার ভাগাভাগি করতে হয়েছে। আমার টি-শার্ট কেনার পয়সাও ছিল না’ইনস্টাগ্রাম থেকে

রাজকুমার এখন দুর্দান্ত সময় পার করছেন। কিছুদিন আগে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া রাজ ও ডিকের সিরিজ ‘গানস অ্যান্ড গুলাবস’-এর জন্য প্রশংসিত হচ্ছেনইনস্টাগ্রাম থেকে

রাজকুমার রওয়ের স্ত্রী পত্রলেখা পালও অভিনেত্রী। ২০২১ সালে বিয়ে সেরে নেন তাঁরাইনস্টাগ্রাম থেকে