প্রতারণার করে অর্থ আত্মসাতের মামলায় অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম মঙ্গলবার আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বুধবার মামলার বাদী আইনজীবী মাহবুব হাসান রানা এ তথ্য জানান। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, জেবা চৌধুরী বাদীর কাছে একটি প্রাইভেটকার ৭ লাখ টাকায় বিক্রি করেন। একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা চৌধুরী সব টাকা বুঝে নেন। তবে গাড়ির কাগজপত্র হালনাগাদ না থাকায় তখন গাড়ি হস্তান্তর করেননি। পরবর্তীতে ওই বছরের ৮ মে বাদী প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে জেবার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। এরপর আসামিকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরে জামিনে বের হয়ে লাপাত্তা হন জেবা। গত ৮ জুন এই মামলায় অভিযোগ (চার্জ) গঠন করে আদালত। তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায় দেন আদালত।