রাজধানীর লালবাগ এলাকার একটি বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা চোর চক্রের সদস্য। যেসব বাসায় নিরাপত্তাকর্মী ও সিসি ক্যামেরা থাকে না, সেসব বাসায় চুরি করেন তাঁরা।
আজ রোববার ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাতজনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাফর হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সজীব, মো. হেলাল উদ্দিন, মো. রনি, মো. রিপন, মো. তরিকুল ইসলাম, মো. শামীম ও মো. আরিফুল ইসলাম ওরফে সুমন।
গ্রেপ্তার সাতজনের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৮টি চোরাই ল্যাপটপ, পাঁচটি মুঠোফোন এবং চোরাই ল্যাপটপ বিক্রির ৬ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা জাফর হোসেন বলেন, লালবাগের গঙ্গারাম বাজার লেন এলাকার একটি বাসায় চুরির ঘটনায় ২২ আগস্ট লালবাগ থানায় একটি মামলা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।