ছবির গল্প কর্মবীর ওরফে করম সিংকে নিয়ে। দেনার দায়ে জর্জরিত বাবাকে বাঁচাতে নতুন বুদ্ধি করে কর্মবীর। নারী সেজে সে পারফর্ম করতে শুরু করে।
২০১৯ সালে আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা ‘ড্রিম গার্ল’ সুপারহিট হয়। চার বছর পর গত শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটির সিকুয়েল ‘ড্রিম গার্ল ২’। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটির বিস্তারিত।
আয়ুষ্মান খুরানা।
কোভিডের আগে বলিউডের অন্যতম সফল তারকা হয়ে ওঠেন আয়ুষ্মান খুরানা। ‘বেরেলি কি বরফি’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘বাধাই হো’, ‘বালা’ থেকে ‘ড্রিম গার্ল’—একের পর এক হিট সিনেমা উপহার দেন অভিনেতা, ইনস্টাগ্রাম
কোভিডের পর থেকেই ছন্দপতন। আয়ুষ্মানের কোনো সিনেমাই ব্যবসা করতে পারছিল না। তবে অভিনেতা আবার ফেরার ইঙ্গিত দিয়েছেন ‘ড্রিম গার্ল ২’ দিয়ে। প্রথম দিনই ছবিটি ব্যবসা করেছে ১০ কোটি ৬৯ লাখ রুপি। যা চলতি বছর প্রথম দিনে আয় করা হিন্দি সিনেমার বিচারে যথেষ্ট ভালো। এটি অভিনেতার ক্যারিয়ারের কোনো সিনেমার প্রথম দিনে সর্বোচ্চ আয়, আইএমডিবি
দর্শক পছন্দের ইঙ্গিত দিলেও সমালোচকেরা ছবিটিকে ‘গড়পড়তা’ বলে রায় দিয়েছেন। ছবির গল্প কর্মবীর ওরফে করম সিংকে নিয়ে। দেনার দায়ে জর্জরিত বাবাকে বাঁচাতে নতুন বুদ্ধি করে কর্মবীর। নারী সেজে সে পারফর্ম করতে শুরু করে। আগে থেকেই নারী কণ্ঠে কথা বলার অদ্ভুত ক্ষমতা ছিল তার, তাই তাকে নতুন রূপে কেউ চিনতে পারে না। কর্মবীরের নাম হয় পূজা। ঝামেলা বাধে তখনই, যখন পূজার বিয়ের প্রস্তাব আসেআইএমডিবি
ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অনন্যা পান্ডে। আগের কিস্তিতে অবশ্য নায়িকা ছিলেন নুসরাত ভারুচা। তবে দ্বিতীয় কিস্তিতে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে আগে দেওয়া সাক্ষাৎকারে মন খারাপ হওয়ার কথা জানিয়েছিলেন তিনিআইএমডিবি
৫ / ৫
আয়ুষ্মান, অনন্যা ছাড়াও ছবিটিতে আছেন পরিচিত সব অভিনয়শিল্পী। যাঁদের মধ্যে আছেন পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, আন্নু কাপুরআইএমডিবি
বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করা এনায়েত করিম ওরফে মাসুদ করিম চৌধুরীকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে যান পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার একজন কর্মকর্তা। এমনকি...
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র।
গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের...
দেশে দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার (১৩ সেপ্টেম্বর)...