প্রতিবেদনে বলা হয়েছে, পাইলট প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যুদ্ধবিমান পাঠানো হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ডেনমার্ক ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীদের চিঠি দিয়ে বলেছেন, পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এফ-১৬ হস্তান্তরের অনুরোধ দ্রুত নিষ্পত্তি করবে যুক্তরাষ্ট্র।
চিঠিতে ব্লিনকেন কর্মকর্তাদের বলেন, ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তর এবং যোগ্য এফ-১৬ প্রশিক্ষকদের মাধ্যমে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন করেছে।
ব্লিনকেন বলেন, রাশিয়ার চলমান আগ্রাসন ও সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে ইউক্রেনের নিজেকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রুশ বিমানবাহিনীকে মোকাবিলায় ইউক্রেন একাধিকবার যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছিল।
এর আগে মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের পাইলটদের এফ-১৬ বিমানের প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি অনুমোদন করেন। তবে এখন পর্যন্ত যুদ্ধবিমান সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হয়নি।