যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ছয়টি দল কৃত্রিম ঘাসের মাঠে খেলে। ইনজুরি শঙ্কার কারণে মেসি কিছু ঘাস কিছু টার্ফের গালিচায় খেলবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিল।
তবে মেসি জানিয়ে দিয়েছেন কৃত্রিম ঘাসের মাঠে খেলতে তার অসুবিধা নেই। বহু আগে তিনি টার্ফের মাঠে খেলেছেন। ওই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবেন।
মেসি বলেছেন, ‘সতীর্থদের সঙ্গে কথা বলেছি, যারা অনেকদিন মায়ামিতে আছেন। তাদের এখনও অনেক কিছু নিয়ে ভুগতে হয়। পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। কৃত্রিম ঘাসের বিষয়টিও তেমন। একাডেমিতে থাকতে টার্ফে খেলেছি, সে অনেক বছর আগের কথা। তবে কৃত্রিম ঘাসের মাঠে খেলতে আমার আপত্তি নেই।’
চলতি বছর মেসির ইন্টার মায়ামির এখনও দুটি ম্যাচ কৃত্রিম ঘাসের মাঠে খেলতে হবে। ১৬ সেপ্টেম্বর তাদের আটালান্টা ও ২১ অক্টোবর শার্লটের মাঠে গিয়ে টার্ফের মাঠে খেলতে হবে। মেসির জন্য মাঠ পরিবর্তন করতে পারেন এমন ইঙ্গিত কোন পক্ষই দেয়নি।