সহশিল্পী আরশ খান ও পরিচালকের বিরুদ্ধে জিডি করলেন অভিনেত্রী চমক

0
184
অভিনেত্রী রুকাইয়া- অভিনেতা আরশ খানকোলাজ

কয়েক দিন ধরে তরুণ অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমক ও আরশ খান পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে আসছিলেন। আদিব হাসান পরিচালিত ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের দ্বিতীয় দিনের শুটিংয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটির এক পর্যায়ে ঘটনার সূত্রপাত। একে অপরের বিরুদ্ধে অভিযোগের কয়েক দিনের মধ্যে জানা গেল, অভিনেতা আরশ খান ও পরিচালক আদিব হাসানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চমক। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনয়শিল্পী।

চমক বলেন, ‘জিডির বিষয়ে বিস্তারিত এখনই কিছু বলতে চাইছি না। কারণ, বিষয়টি এখন ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘের কাছে বিচারাধীন।’ ৪ আগস্ট উত্তরার একটি শুটিং বাড়িতে আদিব হাসান পরিচালিত ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের দ্বিতীয় দিনের শুটিংয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে শুটিং বন্ধ হয়ে যায়। চমক এসব ঘটনার মূল ইন্ধন দাতা হিসেবে সহশিল্পী-বন্ধু আরশ খানকে দায়ী করছেন। চমকের দাবি, আরশের ব্যক্তিগত স্বার্থ হাসিল না হওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করছেন।

বিষয়টি নিয়ে চমক বলেন, ‘ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ থেকে আমাকে কথা বলতে নিষেধ করেছিল। তাই সেভাবে কথা বলিনি। তাদের কাছে আমি লিখিত অভিযোগ দিয়েছি। দু-এক দিনের মধ্যে বিষয়টি নিয়ে তাদের বসার কথা রয়েছে। এত দিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। কিন্তু এখনো যদি চুপ থাকি, তাহলে সবার আমার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হবে। একপ্রকার বাধ্য হয়ে এখন বিস্তারিত কথা বলতে হচ্ছে। প্রতিনিয়ত আমাকে নিয়ে সংবাদমাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে, যেটা আমার ক্যারিয়ারের জন্য বড় ধরনের হুমকি।’

আরশের নামে অভিযোগ এনে চমক বলেন, ‘আরশ আমার খুব ভালো বন্ধু ছিল এবং তার সঙ্গে বেশ কিছু কাজও করেছি। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে আরশ আমার কাছে বেশি কিছু দাবি করে বসে। এর মধ্যে আমি ইন্ডাস্ট্রির বেশ কিছু নায়িকার কাছ থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জানতে পারি। জানার পর বন্ধুত্বের বেশি যে সম্পর্ক সে গড়তে চেয়েছিল, তাতে আমি রাজি হইনি। এরপর আমি তাকে জানাই, যদি সে এভাবে আমাকে হ্যারেজ করতে থাকে, তাহলে আমি তার সঙ্গে আর কাজ করব না। এরপর আরশ আমাকে জানায়, সে আমার সঙ্গে প্রফেশনালি কাজ করবে, এ ধরনের কথা আর বলবে না।’

রুকাইয়া জাহান চমক
রুকাইয়া জাহান চমক, সংগৃহীত

চমক আরও বলেন, ‘আরশের সঙ্গে এরপর বেশ কিছু কাজের প্রস্তাব আসে আমার কাছে। তখন পরিচালকদের জানাই, একসঙ্গে এত বেশি কাজ করতে চাই না। মাসে এক-দুটি কাজ করতে চাই। এতে আমার প্রতি তার ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভ থেকে এ ধরনের বিষয় চলে এসেছে।’ আরশের বিরুদ্ধে চমক অভিযোগ করে বলেন, ‘সম্পর্কে না জড়ানোর ক্ষোভে তাকে শুটিং সেটে অনাকাঙ্ক্ষিতভাবে টাচ করা হতো। ফোন করে বিরক্ত করা হতো। এ ঘটনার সঙ্গে নাটকটির পরিচালকও জড়িত রয়েছেন বলে দাবি করেন চমক।

চমক জানান, আরশ ও আদিব পরস্পর খুব ভালো বন্ধু। আরশের ইন্ধনেই নির্মাতা তাঁর কাছে ৩ লাখ ৮০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে তাঁর লোকজন এসে টাকা আদায় করবেন বলেও হুমকি দেন।

বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন আরশ ও চমক। ছবি: ফেসবুক
বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন আরশ ও চমক। ছবি: ফেসবুক

সর্বশেষে চমক বলেন, ‘আরশের এ রকম নারীঘটিত বিষয় আরও অনেক আছে। তদন্ত করলে সব বেরিয়ে আসবে। আমাকে যে হয়রানি করেছে, তার কী হবে? আমি ভালো কাজ করার চেষ্টা করছি। ডাক্তারি পেশা ছেড়ে ভালোবেসে অভিনয়ে এসেছি নিরাপদ ও মুক্তভাবে কাজ করতে। আমি স্বাধীনভাবে কাজ করতে চাই। দয়া করে আমাকে হেয়প্রতিপন্ন না করে পাশে থাকবেন প্লিজ।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.