মায়ের কেনা স্যুট, বাবার উপহার দেওয়া জুতা পরেছে রাজ্য

0
165
ছেলের জন্মদিনের অনুষ্ঠানে তিনি নিজেও পদ্মফুলের রঙের গাউন পরে হাজির হয়েছেন, সংগৃহীত

আজ ১০ আগস্ট প্রথম জন্মবার্ষিকী তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পরিবার–পরিজন নিয়ে ছোট পরিসরে বসেছে জন্মদিনের এই আনন্দ অনুষ্ঠান।

মায়ের সঙ্গে রাজ্য

মা পরীমনি জানিয়েছেন, পরিবার ও কিছু কাছের মানুষজন নিয়ে অনুষ্ঠানটি ছোট পরিসরে হচ্ছে। তাঁর ভাষায়, ‘ওইভাবে মিডিয়ার মানুষজন থাকছেন না। রাজ্য আরেকটু বড় হলে বড় পরিসরে করব। তখন মিডিয়ার আমার সব শিল্পী, কলাকুশলী বন্ধুকে দাওয়াত দেব। এবারের অনুষ্ঠানে ৫০ থেকে ৬০ জন অতিথি আছেন।’

জন্মদিনের অনুষ্ঠানে মা ও বাবার কেনা পোশাক পরেছে রাজ্য, জানালেন পরীমনি। তিনি বলেন, ‘আমি একটা পদ্মফুলের রঙের শেডের স্যুট কিনেছি। ওর বাবা সাদা রঙের জুতা কিনেছেন। এসব পরে জন্মদিনের অনুষ্ঠানে আছে রাজ্য।’
পরীমনি আরও জানালেন, ছেলের জন্মদিনের অনুষ্ঠানে তিনি নিজেও পদ্মফুলের রঙের গাউন পরে হাজির হয়েছেন।

ছেলের জন্মদিনের অনুষ্ঠানে তিনি নিজেও পদ্মফুলের রঙের গাউন পরে হাজির হয়েছেন
ছেলের জন্মদিনের অনুষ্ঠানে তিনি নিজেও পদ্মফুলের রঙের গাউন পরে হাজির হয়েছেন, সংগৃহীত

ছেলের প্রথম জন্মবার্ষিকী ঘিরে ঢাকাই ছবির এই নায়িকার আনন্দ যেন ধরে না। বৃহস্পতিবার দুপুরে পরীমনি বলেন, ‘জন্মের পরপরই রাজ্যকে আমি কিছুক্ষণ বুকে ধরে রেখেছিলাম। সে সময়ের ছোট্ট একটি ভিডিও রাত ১২টা ১ মিনিটে প্রকাশ করেছি। ভিডিওটি দেখে আমি আনন্দের কান্না কেঁদেছি। সেই ছোট্ট রাজ্যের বয়স এক বছর হয়ে গেল। বড় হয়ে গেল। ভাবি, একদিন আরও বড় হবে আমার বাবাটা। আমি বুড়ো হয়ে যাব, আমাকে এভাবে বুকে ধরে রাখবে, কোলে তুলে রাখবে বাবাটা।’

পদ্মফুলের থিমে সাজানো হয়েছে অনুষ্ঠান
পদ্মফুলের থিমে সাজানো হয়েছে অনুষ্ঠান, সংগৃহীত

রাজ্যের জন্মদিন উপলক্ষে বুধবার দিবাগত রাত থেকেই বাড়িজুড়ে রয়েছে আনন্দ।
পরীমনি আরও বলেন, ‘রাজ্য খুব হাসিখুশি আছে। আজ প্রথম ডিম খেল সে। পুরো একটি ডিম ভেঙে ভেঙে দিলাম তাকে, খেয়ে ফেলল। এত কিউট আমার বাচ্চাটা। মনে হয় যেন মাকে বুঝতে পারে ও। এখন আর খুব একটা জ্বালা–যন্ত্রণা দেয় না আমাকে।’

রাজ্যকে নিয়ে পরী
রাজ্যকে নিয়ে পরীসংগৃহীত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.