‘রহস্যময়’ স্ট্যাটাসের পর রুমানার সঙ্গে বিসিবির বৈঠক

0
168
রুমানা আহমেদকে আজ বিসিবিতে ডাকা হয়ফাইল ছবি

গত ৫ আগস্ট রাতে ‘রহস্যময়’ ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন রুমানা আহমেদ। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘নো মোর ক্রিকেট…।’ যার অর্থ করলে দাঁড়ায়, ‘আর ক্রিকেট নয়।’ সেই স্ট্যাটাসের ব্যাখ্যা জানতে চেয়ে আজ রুমানাকে ক্রিকেট বোর্ডে ডাকে বিসিবির নারী বিভাগ। এমন স্ট্যাটাস দেওয়ার কারণে রুমানাকে ক্রিকেট বোর্ডের আচরণবিধির বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয়েছে

সেখানে রুমানার সঙ্গে বৈঠকে বসেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী ও নির্বাচক সাজ্জাদ আহমেদ। সভা শেষে শফিউলকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘সে খেলবে। সে খেলতেই চায়। সমস্যাটা আসলে অভ্যন্তরীণ বিষয়।’

বাংলাদেশের হয়ে ১৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা লেগ স্পিনিং অলরাউন্ডার রুমানা বাংলাদেশ নারী দলের সর্বশেষ তিন সিরিজের দলে ছিলেন না। আসন্ন এশিয়ান গেমসের জন্য নারী দলের ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প ডাকা হয়েছে। সেখানে যে ২৬ জনকে ডাকা হয়েছে, রুমানা তাঁদের মধ্যেও নেই। জানা গেছে, এই খবর পাওয়ার পরই হতাশ হয়ে রুমানা ওই স্ট্যাটাস দেন, যাতে ক্রিকেট ছাড়ার ইঙ্গিত ছিল।

বাংলাদেশের হয়ে ১৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুমানা (ডানে)
বাংলাদেশের হয়ে ১৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুমানা (ডানে)

তবে বিসিবির নারী বিভাগের প্রধান বলছেন ভিন্ন কথা, ‘আমাদেরও পরিকল্পনা থাকে, কাকে কোন জায়গায় নেওয়া হবে বা ভবিষ্যতে পরিকল্পনায় কারা থাকবে। এ বিষয়টা নির্বাচকেরা ঠিক করেন। সবকিছু যে তাদেরও মনমতো হবে এমনও না। এখন তো আমাদের এক পজিশনে একাধিক ক্রিকেটার আছে। তাদের যা যা প্রয়োজন, আমাদের যা যা করার দরকার আমরা করব। বাকিটা তাদের ওপর।’

এমন স্ট্যাটাস দেওয়ার কারণে রুমানাকে ক্রিকেট বোর্ডের আচরণবিধির বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয়েছে। শফিউল বলেছেন, ‘এগুলো তো বোর্ডের আচরণবিধির বিষয়। আমরা তাদের মাঝে মাঝে এগুলো স্মরণ করিয়ে দিই। আমরা বিষয়গুলো যতটা পারি হালকাভাবেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এভাবে সতর্ক করা হয়নি, তাদের এটা মনে করিয়ে দেওয়া হয়েছে, সবকিছু তো এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যায় না। তারা তো চুক্তিতে থাকা ক্রিকেটার।’

রুমানা বাংলাদেশ নারী দলের হয়ে সর্বশেষ খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ থেকে জায়গা হারান তিনি। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের দল থেকেও বাদ পড়েন রুমানা। তখন নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানান, রুমানাকে বাদ দেওয়া হয়নি, বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু রুমানা সেটিকে বাদ হিসেবেই ধরে নিয়েছিলেন।

গত মাসে ঘরের মাঠে ভারত নারী দলের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজেও রুমানা ছিলেন না। তবে ফেরানো হয় সালমা খাতুনকে, যদিও বাদ পড়েন আরেক অভিজ্ঞ জাহানারা আলম। টিম ম্যানেজমেন্ট সূত্র জানায়, ফিটনেস ও ফিল্ডিংয়ের কারণে রুমানাকে বাদ দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.