চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠাল ভারতের চন্দ্রযান–৩

0
166
ভারতের চন্দ্রযান-৩–এর পাঠানো চন্দ্রপৃষ্ঠের, ছবি। ইসরোর সৌজন্যে

চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর প্রথমবারের মতো ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান–৩। মহাকাশযানটির পাঠানো সেই ছবি গত রবিবার (৬ আগস্ট) টুইট করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও বা ইসরো)। ছবিতে চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো অংশ ধরা পড়েছে।

এর আগে ৫ আগস্ট শনিবার ভারতীয় সময় সন্ধ্যায় চাঁদের কক্ষপথে পৌঁছায় চন্দ্রযান-৩।

চন্দ্রযান-৩-কে চাঁদের কক্ষপথে সফলভাবে পৌঁছার পর ইসরো এক বিবৃতিতে জানায়, ৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়। মোট ১ হাজার ৮৩৫ সেকেন্ডের চেষ্টায় তা সফল হয়।

প্রসঙ্গত, চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের মহাকাশচারী নীল আর্মস্ট্রং। ঘটনাচক্রে ৫ আগস্ট ছিল তাঁর ৯৩তম জন্মবার্ষিকী।

গত ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে নভোযানটি উৎক্ষেপণ করা হয়।

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে নভোযান অবতরণ করিয়েছে। চন্দ্রযান-৩ সফল হলে ভারত হবে এ তালিকার চতুর্থ দেশ।

চন্দ্রযান–৩ উৎক্ষেপণের পর ইসরো জানিয়েছিল, মহাকাশযানটি পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠে পৌঁছাতে এক মাসের মতো সময় লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে এটি ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে।

অবতরণের পর এটি চন্দ্রপৃষ্ঠে এক চান্দ্রদিবস পর্যন্ত কার্যক্রম চালাবে। এক চান্দ্রদিবস পৃথিবীর ১৪ দিনের সমান।

এর আগে ২০১৯ সালের ইসরোর চন্দ্রযান-২ চন্দ্রপৃষ্ঠে অবতরণে ব্যর্থ হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.