ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা একটি গাড়িতে করে সন্ত্রাসী হামলা চালাতে যাচ্ছিল বলে তাদেরকে নিষ্ক্রয় করতে গুলি করা হয়। খবর আল-জাজিরার
এক বিজ্ঞপ্তিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, জেনিন শরনার্থী শিবির থেকে সন্ত্রাসীদের একটি গ্রুপ গাড়ি নিয়ে হামলা করতে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে তাদেরকে শনাক্ত করা হয় এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিহতদের মধ্যে এই সন্ত্রাসী দলের প্রতিনিধিত্বকারী নাইফ আবু সুইকও (২৬) রয়েছে। যিনি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এবং গাজা উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিলেন। এছাড়া দলটি হামাস দ্বারা নিয়ন্ত্রিত বলেও দাবি করেন তারা।
গাজার হামাস শাখার মুখপাত্র হাজেম কাশেম বলেন, তারা এই মৃত্যু বৃথা যেতে দিবে না। এর বদলা তারা নিবে।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জেনিনের দক্ষিণে হামলায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।