ফাতিমার সংগ্রাম চলছে, চলবে

0
185
ফাতিমা সানা শেখ।

শিশুশিল্পী হিসেবে বলিউডে যাত্রা শুরু করেছিলেন ফাতিমা সানা শেখ। ‘দঙ্গল’ তাঁর ক্যারিয়ারকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায়। এই ছবির পর রীতিমতো তারকায় পরিণত হন ফাতিমা সানা। কিন্তু তারপরও তাঁর কষ্টের জীবন শেষ হয়নি। এখনো টিকে থাকার সংগ্রাম করছেন। আজও ভাড়া করা বাসায় দিন কাটান তিনি।

হিউম্যানস অব সিনেমাকে এক সাক্ষাৎকারে গত সোমবার ফাতিমা সানা শেখ বলেছেন, ‘আমি নিতান্তই নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক মেয়ে। আমরা সবাই মিলে নিচতলার একটা ঘরে থাকতাম। আসলে ওটা ছিল গাড়ি রাখার জায়গা, যাকে ঘর বানানো হয়েছিল।

ফাতিমা সানা শেখ। ইনস্টাগ্রাম
ফাতিমা সানা শেখ।

অবশ্য আমি নিজেকে নিয়ে সত্যি গর্বিত। এই নয় যে আমি নিজের বাড়ি কিনেছি। এখনো আমি ভাড়াবাড়িতে থাকি। তবে অনেক পথ অতিক্রম করে আজ আমি এই জায়গায় এসেছি। আমি আমার সংগ্রামের দিনগুলোতে এই জায়গায় আসার কথা ভাবতাম। আমি এখনো সংগ্রাম করে চলেছি। আর এটা চলতেই থাকবে। টিকে থাকার সংগ্রাম কখনো শেষ হবে না।’

ফাতিমা সানা আরও বলেন, ‘আমি এখনো ভালো কাজের অপেক্ষায় থাকি। নিজের অস্তিত্বের জন্য লড়াই করি। মনে রাখবেন, আপনার কাছে যখন সব ধরনের বিলাসিতা থাকবে আর যথেষ্ট পরিমাণে আর্থিক নিরাপত্তা থাকবে; তখনই এমন কাজ করতে পারবেন, যা একজন অভিনেতা হিসেবে আপনাকে আনন্দ দেবে।’

তিনি বলেন, ‘আমাকে যখন আমার বিল বা কোনো কিছুর কিস্তি শোধ করতে হয়, তখন আমাকে এমন কাজ করতে হয়, যা আমি চাই না। অনেক সময় শুধু বেঁচে থাকার জন্য কাজ করতে হয়। আর তখন নিজের পছন্দমতো কাজ বাছাই করার সুযোগ থাকে না।’

‘দঙ্গল’ অভিনেত্রী মনে করেন, অভিনয় পেশার সঙ্গে অনিশ্চয়তা জড়িয়ে থাকে। এর আগে তিনি সহকারী চিত্রগ্রাহক হিসেবেও নিরাপত্তাহীনতায় ভুগেছেন। ফাতিমা জানান, একসময় তিনি তাঁর প্রতিভার ওপর আস্থা হারিয়ে ফেলেছিলেন। হতাশ হয়ে পড়েছিলেন।

ফাতিমা সানা শেখ। ইনস্টাগ্রাম
ফাতিমা সানা শেখ।

ফাতিমা সানাকে মেঘনা গুলজারের ‘শ্যাম বাহাদুর’ ছবিতে দেখা যাবে। এ ছবিতে তিনি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে ফাতিমা ছাড়াও আছেন ভিকি কৌশল, সানিয়া মালহোত্রা প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.