বুমরা ফিরলেন অধিনায়ক হয়ে, ডাক পেয়েছেন রিংকু সিং

0
138
চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন ভারতের পেসার যশপ্রীত বুমরা

অবশেষে পুরো ফিট হয়ে উঠেছেন যশপ্রীত বুমরা। চোটের কারণে প্রায় ১০ মাস মাঠের বাইরে থাকা ভারতীয় পেসার টি-টোয়েন্টি দিয়ে ফিরতে চলেছেন মাঠে। শুধু একজন বোলার হিসেবে নয়, বুমরা মাঠে ফিরছেন অধিনায়ক হয়ে। আয়ারল্যান্ডে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুমরাকেই অধিনায়ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর আগে ভারতকে এক টেস্টে নেতৃত্ব দিয়েছেন বুমরা।

২৯ বছর বয়সী বুমরা ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও মিস করেছেন বুমরা। পিঠে অস্ত্রোপচার করানোর পর লম্বা বিরতিতে যেতে হয়েছে তাঁকে।

সর্বশেষ আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন রিংকু সিং
সর্বশেষ আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন রিংকু সিং

সফল অস্ত্রোপচারের পর লম্বা পুনর্বাসনের শেষ ২ মাস বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কাটিয়েছেন বুমরা। সেখানে ধীরে ধীরে বোলিংয়ের পরিমাণ বাড়িয়েছেন। সেখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন।

ভারতের আয়ারল্যান্ড সফরের দলে ডাক পেয়েছেন আরেক পেসার প্রসিধ কৃষ্ণা। ২০২১ সালে ভারত দলে অভিষেক হওয়া এই পেসার ১৪টি ওয়ানডে খেলে ফেললেও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই প্রথম। আয়ারল্যান্ড সফরের দলে ডাক পেয়েছেন সর্বশেষ আইপিএলে সাড়া ফেলে দেওয়া রিংকু সিং।

২০২৩ সালের আইপিএলে ১৪ ইনিংসে ৫৯.২৫ গড় ও ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন এই ব্যাটসম্যান। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান নিজেকে এরই মধ্যে ভালো একজন ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। রিংকু ছাড়াও দলে ডাক পেয়েছেন ভারতের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার-ব্যাটসম্যান জিতেশ শর্মা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.