নেতাকর্মীদের হামলা থেকে রক্ষা করতে গয়েশ্বরকে কার্যালয়ে নেওয়া হয়: ডিবিপ্রধান

0
235

গয়েশ্বর চন্দ্র রায়কে লাঠিচার্জের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেছেন, ‘গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের হামলার মধ্যে পড়েছিলেন। তাকে রক্ষা করার জন্য ডিবিতে নিয়ে আসি। নেতাকর্মীরা ঢিল মারছিল। আমরা তাকে রক্ষা করে নিয়ে আসার পর আবার ডিবির গাড়িতে করেই বাসায় পৌঁছে দিয়েছি।’

শনিবার বিকেলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের গেটের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মহানগর ডিবিপ্রধান বলেন, ‘আমরা আগে থেকেই আঁচ করছিলাম, তারা কোনো এক সময় অরাজকতা সৃষ্টি করবে। এ বিষয়ে গোয়েন্দা তথ্যও ছিল। এ কারণে আমরাও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে রেখেছিলাম। এর মধ্যেও তারা ইট-পাটকেল ছুড়ে পুলিশকে আহত করেছে। অনেক সিনিয়র পুলিশ সদস্যও আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘বিএনপি প্রতিবারই প্রোগ্রাম করার আগে অনুমতি গ্রহণ করেছে, তাদের অনুমতি দেওয়াও হয়েছে। তবে আজ ঢাকার চারপাশ বন্ধ করে বিএনপি সমাবেশ করে বসে পড়ার কর্মসূচি নিয়েছিল। যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। তারা কোনো অনুমতি না পেয়েও পুলিশের গায়ে আঘাত করেছে, গাড়ি ভাঙচুর করেছে, গাড়িতে আগুন দিয়েছে।’

হারুন অর রশীদ বলেন, ‘আজ যারা রাজধানীতে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এসব ঘটনায় মামলা হবে। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.