নতুন সিনেমা ‘রকি অউর রানী প্রেম কাহানি’র প্রচারে আজ সকালে কলকাতায় আসেন বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর সিং। কলকাতার একটি পাঁচতারা হোটেলে দুপুরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে আলিয়া ও রণবীর ছাড়াও ছিলেন ছবিটির দুই বাঙালি অভিনয়শিল্পী চূর্ণি গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী। ছবিটি পরিচালনা করেছেন করণ জোহর।
সংবাদ সম্মেলনে আলিয়া ভাট বলেন, ‘ছবিটি সবার ভালো লাগবে। এটা একটি সামাজিক ছবি। আমার তো মনে হয়, চলচ্চিত্রপ্রেমী এই কলকাতা গ্রহণ করবে ছবিটিকে।’
রণবীর সিং বলেন, ‘ছবিটি পারিবারিক কমেডি ছবি। দর্শকের মনোরঞ্জন করতে পারবে।’
তিনি এ কথাও বলেন, ‘এই ছবির বিখ্যাত তারকাদের সঙ্গে অভিনয় করতে পেরে আমরা গর্বিত।’ একই কথা বলেছেন আলিয়া ভাটও।
এই ছবির প্রচারে এসে আলিয়া ভাট ও রণবীর সিং আবেগে আপ্লুত হন, কলকাতা তাঁদের দুজনেরই ভালো লাগা ও ভালোবাসার শহর।
দুই তারকা কলকাতাবাসীকে বাংলায় শুভেচ্ছাও জানান। বলেন, ‘বাংলায় আসতে পেরে গর্বিত। আনন্দিত।’ এ সময় আলিয়া দর্শকদের অনুরোধে ‘খেলা হবে’ সংলাপটি বলেন।
দুপুরে মুম্বাই থেকে সরাসরি কলকাতায় এসে সংবাদ সম্মেলন করে মুম্বাইয়ে ফিরে যান ছবির কলাকুশলীরা।
আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রকি অউর রানী প্রেম কাহানি’।


















