কারিগরি দুর্বলতার কারণে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটি। এছাড়া তথ্যের সুরক্ষায় ৬ দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি।
সোমবার এই প্রতিবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানিয়েছেন।
তথ্য ফাঁসের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে ৬ দফা সুপারিশ করা হয়েছে। গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এ প্রতিবেদন জমা দেয় কমিটি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত প্রতিবেদন অনুসারে ব্যক্তিগত তথ্য প্রকাশিত হওয়ার কারণ দুটি। মূল কারণ হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব এপ্লিকেশনের কারিগরি দুর্বলতা। এ ছাড়া কারিগরি জ্ঞানসম্পন্ন লোকবল না থাকায় ওয়েব এপ্লিকেশনস যথাযথভাবে তদারকি না করার কারণে তথ্য ফাঁস হয়েছে।
আইসিটি বিভাগের তথ্য মতে, জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে।