ঈদের সিনেমা মুক্তির চতুর্থ সপ্তাহ চলছে। গেল কয়েক বছরের মধ্যে এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো বেশ ভালোই দাপট দেখাচ্ছে। এখনো দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহগুলোতে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ হাউসফুল প্রদর্শনীর খবর দিচ্ছে। কম যাচ্ছে না ‘প্রহেলিকা’ ছবিটিও। অল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ছবিটির প্রতি দর্শক আগ্রহ বেশ ইতিবাচক।
এর মধ্যে গতকাল শুক্রবার ঢাকার মহাখালীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল। এতে চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও সংগীতাঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। ছবিটি উপভোগ করতে জ্যেষ্ঠ অভিনয়শিল্পী ডলি জহুর যেমন এসেছিলেন, তেমনি এসেছিলেন এ প্রজন্মের অভিনয়শিল্পী দীঘিও।
‘প্রহেলিকা’ ছবিতে পরিচালক চয়নিকা চৌধুরী অভিনয়শিল্পী বাছাইয়ে বেশ মুনশিয়ানা দেখেছিয়েন বলে মন্তব্য করেছেন প্রদর্শনীতে আসা অনেকে। বিভিন্ন চরিত্রের তাঁর বেশির ভাগ অভিনয়শিল্পী পরীক্ষিত বলে মত দিয়েছেন সিনেমাটি দেখতে আসা বিনোদন অঙ্গনের বিভিন্ন বিভাগের শিল্পীরা।
তবে বেশির ভাগ মত দিয়েছেন, গানের ছবি প্রহেলিকা। দারুণ সব গানের সমাবেশ ঘটিয়েছেন পরিচালক। দৃশ্যায়নের কথাও বলেছেন অনেকে। অভিনয়শিল্পী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা ছবিটি দেখা শেষে নিজের ফেসবুক একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ‘প্রহেলিকা’কে আলাদা ধরনের একটি সিনেমা হিসেবে উল্লেখ করেছেন।
সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘“প্রহেলিকা” দেখে বের হলাম। খুবই আলাদা একটি ছবি। আমাদের চলচ্চিত্রে এই ধরনের গল্প আমি প্রথম দেখলাম। সুসংবাদ এই যে একেবারে গতের বাইরে একটি ছবি নির্মিত হয়েছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন মাত্রার ছবির জন্য আমাদের দর্শক প্রস্তুত। “হাওয়া” যেমন আলাদা একটি মাত্রা যোগ করেছিল এবং দর্শক তা গ্রহণ করেছিল, প্রহেলিকার ক্ষেত্রেও সেটা সত্যি।’
‘প্রহেলিকা’ চয়নিকা চৌধুরী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি বিশ্বসুন্দরী বানিয়েছিলেন। প্রথমটিতে পরীমনি ও সিয়াম অভিনয় করলেও এবারের ছবির প্রধান চরিত্রে মাহফুজ আহমেদ ও বুবলীকে দেখা গেছে। এর বাইরে আরও কয়েকটি চরিত্র দর্শক নজর কেড়েছে। সুবর্ণা মুস্তাফার নজর কেড়েছেন অভিনয়শিল্পীরাও। তিনি বললেন, ‘কয়েকটি হাতে গোনা চরিত্র। অত্যন্ত ভালো অভিনয়, বিশেষ করে বুবলী। মাহফুজ আহমেদ এবং নাসির উদ্দিন খানের মতো পরীক্ষিত অভিনেতাদের সঙ্গে সমানতালে অভিনয় অনেক বড় ব্যাপার। মাহফুজের চরিত্রায়ন দর্শককে ধরে রাখে। নাসির আরেকবার প্রমাণ করলেন কত বড় মাপের অভিনেতা তিনি। সেতু, অপু তাঁরা যথেষ্ট ভালো।’
চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিল সুবর্ণা মুস্তাফার। মহরত অনুষ্ঠানে নাম ঘোষণাও হয়। কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তবে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন। আর তাই তো ‘প্রহেলিকা’ ছবিটির সঙ্গে তুলনাও করেছেন। সুবর্ণা বললেন, ‘চয়নিকা চৌধুরী তার দ্বিতীয় ছবিতে প্রথম ছবি অতিক্রম করেছে। একরাশ অভিনন্দন তাকে। ছবির গান, আবহসংগীত ও চলচ্চিত্রায়ণ আমার খুব ভালো লেগেছে। এই রকম আলাদা ধরনের আরও সিনেমা দেখতে চাই। পান্থ শাহরিয়ারকে সুন্দর গল্প আর পরিচ্ছন্ন সংলাপের জন্য অভিনন্দন। অভিনন্দন চয়ন, ভালো কাজের ধারাবাহিকতা বজায় রেখো।’
‘প্রহেলিকা’ ছবিটির বিশেষ প্রদর্শনীতে অতিথি হয়ে হাজির হয়েছিলেন ডলি জহুর, সুবর্ণা মুস্তাফা, অরুণা বিশ্বাস, মোস্তফা সরয়ার ফারুকী, শহীদুজ্জামান সেলিম, আসিফ ইকবাল, রোজী সিদ্দিকী, আসিফ আকবর, তানিয়া আহমেদ, সুইটি, তারিন, মেহের আফরোজ শাওন, অপি করিম, ঈশিতা, নসুরাত ইমরোজ তিশা, অরুণ চৌধুরী, দেবাশীষ বিশ্বাস, আনিসুর রহমান মিলন, কনা, আরিফিন শুভ, রুনা খান, মনিরা মিঠু, মামনুন ইমন, নিপুণ, মৌসুমী নাগ, ফারহানা নিশো, ইমরান, কোনাল, ভাবনা, সাদিয়া আয়মান, তপু খান, হিমেল আশরাফ ও ছবির প্রযোজক জামাল হোসেন প্রমুখ।