ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত

0
171
ইউক্রেনে

ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় টানা তৃতীয় রাত বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে তিনজন নিহত ও শহরটিতে অবস্থিত চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। খবর রয়টার্সের

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার একটি ছবি প্রকাশ করেছেন। ওই ছবিতে ওডেসা শহরের কৃষ্ণ সাগরের তীরে চীনের কনস্যুলেট ভবনের একটি ভাঙা জানালা দেখা যায়। এছাড়া কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়ার মিত্র চীন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একদিন আগে বলেছিলেন, চীনে পাঠানোর জন্য নির্ধারিত ৬০ হাজার টন কৃষিপণ্য অন্য একটি বন্দর নগরীতে রুশ হামলায় ধ্বংস হয়েছে। তার এ বক্তব্যের একদিন পর এই হামলার ঘটনা ঘটল।

অন্যদিকে, মাইকোলাইভ শহরে রাশিয়ার হামলায় ১৯ জন গুরুতর আহত হয়েছেন ও অনেকগুলো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভিতালি কিম। শহরটির মেয়র ওলেক্সান্ডার সেঙ্কেভিচ বলেছেন, হামলায় এক দম্পতি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রাশিয়া বুধবার রাতে ১৯টি ক্ষেপণাস্ত্র ও ১৯টি ড্রোন ছুড়ে। এর মধ্যে ৫টি ক্ষেপণাস্ত্র ও ১৩টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.