ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেটের যা প্রথম বড় শিরোপা। ওই জয় এসেছিল টি-২০ ফরম্যাটে।
ওয়ানডেতে আগে কখনও ভারতকে হারাতে পারেনি টাইগ্রেসরা। রোববার মিরপুর স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটে ঐতিহাসিক ওই জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৫২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ নারী দল। বৃষ্টির কারণে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৫৪। জবাব দিতে নেমে চাপে পড়ে যায় ভারতের মেয়েরা। ওই চাপ সামলে উঠতে পারেননি তারা।
সফরকারী দল ৩৫.৫ ওভার ব্যাটিং করে ১১৩ রানে অলআউট হয়েছে। বৃষ্টি আইনে বাংলাদেশ নারী দল ৪০ রানের জয় পেয়েছে।
বাংলাদেশকে ঐতিহাসিক এই জয় এনে দিতে ব্যাট হাতে ফারজানা হক ও নিগার সুলতানা এবং বল হাতে মারুফা আক্তার ও রাবেয়া খাতুন বড় অবদান রেখেছেন।
দলের ছোট সংগ্রহের ম্যাচে তিনে নামা ফারজানা ব্যাট হাতে ২৭ রানের ইনিংস খেলেন। চারে নামা অধিনায়ক নিগার সুলতানা দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া ওপেনার মুর্শিদা ১৩ ও লোয়ার অর্ডারের ব্যাটার সুলতানা খাতুন ১৬ রান যোগ করেন।
জবাব দিতে নেমে ভারতীয় নারী দল ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ওই চাপ আর সামলে উঠতে পারেনি তারা। ২৯তম ওভারের শেষ দুই বলে পরপর দুই উইকেট হারায় ভারত। দলের রান তখন ৯১। ৩০তম ওভারের প্রথম বলে উইকেট হারিয়ে টানা তিন ধাক্কা খায় তারা।
বাংলাদেশ দলের হয়ে মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নামা ১৮ বছরের মিডিয়াম পেসার মারুফা আক্তার ৭ ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। রাবেয়া ৭.৫ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে ষষ্ঠ দেখায় মেয়েদের প্রথম জয় এটি।