ইউক্রেনের সশস্ত্র বাহিনী ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করলে রাশিয়া তার সমুচিত জবাব দেবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একথা জানিয়েছেন।
শুক্রবার রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইন্টারন্যাশনাল লাইফ জার্নালের এক প্রশ্নের জবাবে জাখারোভা বলেন, ‘বেসামরিক জনগণের জন্য গুচ্ছ বোমা যে বিপদ ডেকে আনে সে বিষয়ে রাশিয়া সচেতন রয়েছে। এ কারণে বিশেষ সামরিক অভিযানে রাশিয়া কখনোই গুচ্ছ বোমা ব্যবহার করেনি। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী যদি এ ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে রাশিয়া সমুচিত জবাব দিতে বাধ্য হবে।’
মারিয়া জাখারোভার এই বক্তব্য বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে ইতোমধ্যে গুচ্ছ বোমার চালান পৌঁছে দিয়েছে। ইউক্রেনকে গুচ্ছ বোমা দেওয়ার সিদ্ধান্তের কথা জানানোর ছয়দিনের মাথায় যুক্তরাষ্ট্র বিপজ্জনক এই অস্ত্র তাদের মিত্র দেশটিতে পৌঁছে গেছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন।
ইউক্রেন যখন তাদের দখল করে নেওয়া ভূমি পুনরুদ্ধারে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাচ্ছে, ঠিক সেই সময়ে গুচ্ছ বোমার এই চালান হাতে পেল দেশটি।
যুক্তরাষ্ট্র বলছে, রুশ সেনাদের প্রতিরোধ ভাঙার জন্য এখন সবচেয়ে কার্যকরী অস্ত্র হবে ক্লাস্টার বা গুচ্ছ বোমা।