গুলশানে ডিসিসি মার্কেট সিলগালা, সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ

0
176
ডিসিসি মার্কেট সিলগালা করে দেওয়ার পর ব্যবসায়ী-কর্মচারীরা গুলশান–১–এর গোলচত্বরের রাস্তায় নেমে পড়েন

রাজধানীর গুলশান-১ এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে ‘ডিসিসি’ মার্কেট সিলগালা করে দেওয়ার পর ক্ষুব্ধ ব্যবসায়ী ও কর্মচারীরা গুলশান–১ নম্বর চত্বর অবরোধ করে রেখেছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩–এর কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ মার্কেট হিসেবে সিলগালা করে দেওয়ার পর গুলশান–১ নম্বরে অবস্থান নিয়ে  প্রতিবাদ করছেন তাঁরা। এতে গুলশান–১ নম্বরের দিকে আসা যানবাহন অন্য সড়কগুলোতে ঘুরিয়ে দেওয়ায় ওই সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, ডিসিসি নামের মার্কেটটি ডিএনসিসি সিলগালা করে দেওয়ার পর মার্কেটটির ব্যবসায়ী-কর্মচারীরা গুলশান–১–এর গোলচত্বরের রাস্তায় নেমে পড়েন। তাঁদের উপস্থিতিতেই ব্যবসায়ী ও কর্মচারীরা সড়ক অবরোধ করেন। এখন পর্যন্ত গুলশান গোলচত্বর এলাকার চারদিকে সড়ক চলাচল বন্ধ রয়েছে। যানবাহনগুলো এখন অন্য সড়কে চলাচল করায় ওই সব সড়কে এখন যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বেলা পৌনে তিনটার দিকে যোগাযোগ করা হলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, ব্যবসায়ী-কর্মচারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.