শনিবার থেকে রাত আটটার পরও চলবে মেট্রোরেল

0
147
মেট্রোরেল

মেট্রোরেলে আগামী শনিবার থেকে অতিরিক্ত দুটি ট্রেন চলবে। রাত ৮টা ১৫ মিনিটে একটি এবং রাত ৮টা ৩০ মিনিটে একটি ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন ছেড়ে যাবে। তবে সাধারণ টিকিট ব্যবহার করে এগুলোতে চড়া যাবে না। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করে থাকে। গতকাল মঙ্গলবার ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আগামী শনিবার থেকে রাত আটটার পরও দুটি ট্রেন চলবে।

এ দুটি ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত চলাচল করবে।

শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারী যাত্রী এগুলোতে যাতায়াত করতে পারবেন।

গত বছর ২৮ ডিসেম্বর ঢাকার প্রথম মেট্রোরেল চালু হয়। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর কথা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.