অ্যাপলের বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলার ছাড়াল

0
150
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল

প্রথমবারের মতো পুঁজিবাজারে তিন ট্রিলিয়ন ডলারের বেশি মূল্য নিয়ে শুক্রবার দিন শেষ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অ্যাপলের এমন আকাশছোঁয়া বাজারমূল্য এমন সময় দেখা গেল যখন প্রতিষ্ঠানটি ‘অ্যাপল ভিশন’ বাজারে আনা নিয়ে ঝুঁকি বোধ করছে। অগমেনন্টেড রিয়েলিটির ডিভাইসসমৃদ্ধ ‘অ্যাপল ভিশন’ আগামী বছর বাজারে বিক্রি শুরু হবে।

বাজার বিশ্লেষক কোম্পানি ‘রিফিনিটিভ’- এর তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে দামি এই কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য দুই দশমিক তিন শতাংশ বেড়ে ১৯৩ দশমিক ৯৭ ডলারে পৌঁছানোর পর এর সামগ্রিক বাজার মূল্য গিয়ে ঠেকেছে ৩.০৫ ট্রিলিয়নে। খবর রয়টার্সের

টানা চতুর্থবারের মতো নিজেদের রেকর্ড ভাঙল অ্যাপল।

জুনের প্রথম সপ্তাহের পর থেকে কোম্পানির শেয়ারমূল্য বেড়েছে সাত শতাংশ। অন্যদিকে, ‘এস অ্যান্ড পি ৫০০’র সূচকে এই সংখ্যা চার শতাংশ।

অ্যাপলের শেয়ারে সাম্প্রতিক উত্থান বিশ্লেষকদের ‘কোম্পানির ভবিষ্যৎ আয়’ সংশ্লিষ্ট প্রত্যাশাও ছাড়িয়ে গেছে।

অ্যাপল ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি কোম্পানির বাজারমূল্য ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে অ্যালফাবেট, অ্যামাজন ও এনভিডিয়া ছাড়াও অ্যাপলের ঠিক পেছনে আড়াই ট্রিলিয়ন ডলার নিয়ে আছে মাইক্রোসফট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.