টাইটানের ধ্বংসাবশেষের খোঁজ দিল যে রোবট

0
209
টাইটান তল্লাশিতে অংশ নেওয়া ‘ভিক্টর ৬০০০’ রোবট, রয়টার্স

আটলান্টিক মহাসাগরের তলদেশে সন্ধান মিলেছে টাইটান ডুবোজাহাজের ধ্বংসাবশেষের। সমুদ্রের প্রায় সাড়ে ১২ হাজার ফুট গভীরে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গেছে টাইটান ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ। আর এ কাজে বড় ধরনের ভূমিকা রেখেছে ফরাসি রোবট ‘ভিক্টর ৬০০০’। ফ্রান্সের সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ‘ইফ্রেমার’ ব্যবহার করে থাকে রোবটটি। দূর থেকে নিয়ন্ত্রণে সক্ষম রোবটটি সমুদ্রের ২০ হাজার ফুট বা ৬ হাজার মিটার গভীরে যেতে পারে। আর তাই টাইটান ডুবোজাহাজ তল্লাশি কার্যক্রমে শেষ ভরসা হয়ে ওঠে রোবটটি।

পানির গভীরে বাধা এড়িয়ে পথচলার জন্য রোবটটিতে দুটি হাত রয়েছে। এর ফলে নিয়ন্ত্রণকক্ষের নির্দেশমতো আশপাশে থাকা তার বা রশি কাটতে পারে রোবটটি। শুধু তা-ই নয়, রোবটটিতে ছবি এবং ভিডিও ধারণের সর্বাধুনিক প্রযুক্তি থাকায় আশপাশের দৃশ্য দূর থেকে নিখুঁতভাবে দেখা সম্ভব।

ভিক্টর ৬০০০ রোবটের নিয়ন্ত্রণকক্ষ
ভিক্টর ৬০০০ রোবটের নিয়ন্ত্রণকক্ষ, রয়টার্স

টানা ৭২ ঘণ্টা পানির নিচে কাজ করতে সক্ষম ভিক্টর ৬০০০ রোবট নিয়ন্ত্রণের জন্য ফ্রান্সের ল্যা আটলান্টা জাহাজে একটি নিয়ন্ত্রণকক্ষ রয়েছে। এই কক্ষ থেকেই সমুদ্রের গভীরে থাকা রোবটটির বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করেন ২৫ জন কর্মী।
সূত্র: রয়টার্স, লাইভমিন্ট ডটকম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.