পরাজিত হলে জয়ী প্রার্থীর বাড়িতে প্রথম ফুল নিয়ে যাব: আনোয়ারুজ্জামান চৌধুরী

0
151
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র, সিলেট, ২১ জুন

সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট দিয়েছেন। তিনি বলেছেন, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। তিনি নগরবাসীকে ভোট দিতে কেন্দ্রে আসার এবং নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন আনোয়ারুজ্জামান চৌধুরী। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এক প্রশ্নের উত্তরে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। যদি পরাজিত হই, তাহলে যিনি জয়ী হবেন, তাঁর বাড়িতে প্রথম ফুল নিয়ে যাব।’

ভোট দেওয়ার পর এক ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেওয়া হচ্ছে। ২৬ নম্বর ওয়ার্ড নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, সিলেট, ২১ জুন
ভোট দেওয়ার পর এক ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেওয়া হচ্ছে। ২৬ নম্বর ওয়ার্ড নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, সিলেট, ২১ জুন

আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাস করি। আমার দল আওয়ামী লীগ দেশের স্বাধীনতাসংগ্রামসহ সব গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এবং আছে। আমি যদি ভোটে হেরেও যাই, নির্বাচনের ফলাফল মেনে নেব।’

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘বৃষ্টির শঙ্কা ছিল, কিন্তু আবহাওয়া এখন ভালো। বৃষ্টি হয়নি। আশা করছি, ভোটারদের উপস্থিতি ভালো হবে।’

নির্বাচন কমিশন অত্যন্ত সুন্দরভাবে নির্বাচনের আয়োজন করেছে উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘পরিবেশ খুব ভালো। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, ইনশা আল্লাহ।’

বিভিন্ন কেন্দ্রে অন্য মেয়রপ্রার্থীদের পোলিং এজেন্ট নেই। এর কারণ জানতে চাইলে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের ১৯০টি কেন্দ্রে প্রায় ১ হাজার ৩০০ পোলিং এজেন্ট প্রয়োজন। আমি যদি সব কেন্দ্রে এজেন্ট দিতে না পারি, সে দায় তো অন্যদের নয়।’

ভোট দিতে আসার আগে সকালে আনোয়ারুজ্জামান চৌধুরী হজরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত ও মোনাজাত করেন।

নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার পশ্চিম, পূর্ব ও দক্ষিণে থাকা তিনটি ভবনে তিনটি পৃথক কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটার ৭ হাজার ৯৫১ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তিন কেন্দ্রকেই ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) ঘোষণা করেছে।

এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের প্রার্থীর গণমাধ্যম শাখা জানিয়েছে, ভোট চলাকালে প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়, সে পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা করার জন্য নগরবাসী ও দলের নেতা-কর্মীদের অনুরোধ করা যাচ্ছে।

বিশেষ প্রয়োজনে মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে গণমাধ্যম শাখা।

এ ছাড়া একই বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ প্রার্থীর একটা বিবৃতি পাঠানো হয়। এ বিবৃতিতে আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, কেউ যেন ভোটকেন্দ্রের বাইরের বা ভেতরের পরিবেশ বিনষ্ট করার সুযোগ না পান, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

আজ সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। নগরের ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এখানে মেয়র পদে ৮ জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৩৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯০টি কেন্দ্রের মধ্যে ১৩২টিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.