মা, বাবা, বোনের পর মারা গেলেন দগ্ধ টুটুলও

0
297
লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ টুটুল মণ্ডলও (২২) মারা গেলেন। এর আগে এই বিস্ফোরণে দগ্ধ হয়ে টুটুলের মা, বাবা ও বোন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টুটুল। তিনি কাশিপুরের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সন্ধ্যায় টুটুলের বাবা সালাম মণ্ডল (৫৫), পরদিন মঙ্গলবার সকালে মা বুলবুলি বেগম (৪৫) এবং রাতে টুটুলের বোন সোনিয়া আক্তার মারা যান।

৯ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে বৈদ্যুতিক চার্জার ফ্যান বিস্ফোরণের পর আগুন লেগে ওই পরিবারের পাঁচজন দগ্ধ হন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বলেন, টুটুলের শরীরের ৬০ শতাংশ পুড়েছিল। এখন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে সোনিয়ার সাত বছর বয়সী কন্যাশিশু মেহেজাবিন। মেহেজাবিনের শরীরের ৩৫ শতাংশ পুড়েছে। তার অবস্থাও সংকটজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া আজ বলেন, টুটুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.