নো বলে বোল্ড, জীবন পেলেন শান্ত

0
147
তৃতীয় টেস্ট সেঞ্চুরি করে শান্তর উদযাপন।

ঢাকা টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার জাকির হাসান (১) ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর তিনে নামা নাজমুল শান্তর দুর্দান্ত এক সেঞ্চুরি করে খেলছেন। দেড়শ’ রানের কাছে গিয়ে শান্ত অবশ্য বোল্ড হলেও নো বলের কারণে বেঁচে গেছেন। সেঞ্চুরি আশা দিচ্ছিলেন তরুণ মাহমুদুল জয়। তিনি স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন। ব্যর্থ হয়েছেন মুমিনুল হক।

বাংলাদেশ ৫৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬০ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা নাজমুল শান্ত ১৭০ বলে ১৪৩ রানে খেলছেন। তার ব্যাট থেকে ২৩টি চারের শট ও দুটি ছক্কা এসেছে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পেয়েছেন তিনি। শান্তর সঙ্গী মুশফিকুর রহিম। মাহমুদুল জয় ১৩৭ বল খেলে ৭৬ রানে আউট হয়েছেন। নয়টি চার মেরেছেন তিনি। শান্তর সঙ্গে দিয়েছেন ২১২ রানের জুটি।

আট বছর পর জুনে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। বৃষ্টির মৌসুম হওয়ায় এই সময় দেশে বাংলাদেশের খেলা থাকে কম। ঢাকা টেস্টেও আছে বৃষ্টির সম্ভাবনা।

তৃতীয় টেস্ট সেঞ্চুরি করে শান্তর উদযাপন।

মিরপুরের উইকেট স্পিন সহায়ক বলেই পরিচিত। তবে এবার ঘাসের বেশ উপস্থিতি আছে বলে জানা গেছে। সবুজ উইকেট বিবেচনায় তামিম ও সাকিবহীন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা।

তামিমের জায়গায় খেলছেন তরুণ ব্যাটার মাহমুদুল জয়। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন আরও দুই পেসার। তারা হলেন-শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তানের একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), করিম জানাত, আমির হামজা, নিজাত মাসুদ, জাহির খান, ইয়ামিন আহমেদজাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.