ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে গত ২৪ ঘণ্টায় নারীসহ নিহত হয়েছে ৯ জন। এ ঘটনার পর শিথিল করা কারফিউ ফের কড়াকড়ি করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, খামেনলোক এলাকায় মঙ্গলবার গভীর রাতে গুলির ঘটনা ঘটে। খামেনলোক এলাকাটির অবস্থান ইম্ফল পূর্ব জেলা ও ক্যাঙপোকপি সীমান্তের কাছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য ইম্ফলে নেওয়া হয়। সহিংসতায় নিহতদের মধ্যে কয়েকজনের শরীরে কাটা দাগ এবং একাধিক বুলেটের আঘাত রয়েছে।
মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতার কারণে এক মাসেরও বেশি সময় ধরে সেখানে উত্তেজনা রয়েছে। রাজ্যটিতে যখন শান্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে তখন এই ঘটনাটি ঘটল।
মণিপুরে জাতিগত সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছে। আরও অনেক আহত হয়েছে। এছাড়া বাড়িঘর ছাড়তে হয়েছে হাজার হাজার মানুষকে।