আর্থিক সংকটে আছে বার্সেলোনা। গ্রীষ্মে পাঁচ-ছয়জন ফুটবলারকে বিক্রি করাই তাদের মূল লক্ষ্য। এর মধ্যে ৪০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪৬৮ কোটি টাকা ব্যয়ে তরুণ স্ট্রাইকার কিনছে কাতালানরা।
স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিক্টর রকিকে কেনার বিষয়ে পালমেইরার সঙ্গে সমঝোতা হয়ে গেছে বার্সেলোনার। তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করছে জাভির দল। তবে তাকে কেনার অর্থ তিন কিস্তিতে শোধ করবে লা লিগা চ্যাম্পিয়নরা।
চুক্তির সমঝোতা হলেও বার্সা ঘোষণা দিতে কিছুটা সময় নিতে পারে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যম। কারণ রকি বেতনের বিষয়ে সমঝোতায় পৌঁছালে এবং বর্তমান ক্লাব থেকে ছাড়পত্র পেলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবে বার্সা। তবে সংবাদ মাধ্যম এটাকে ‘ডান ডিল’ বলেই অ্যাখ্যা দিয়েছে।
গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে একজন স্ট্রাইকার কেনা প্রধান প্রাধান্য ছিল বার্সেলোনার। যিনি রর্বাট লেভানডভস্কির ব্যাক আপ স্ট্রাইকার হিসেবে খেলবেন এবং দীর্ঘমেয়াদি প্রজেক্টের অংশ হবেন। নতুন রোনালদো খ্যাতি পাওয়া রকির মধ্যে ওই সম্ভাবনা দেখেছে কাতালান ক্লাবটি।