রাজধানীর মেরুল বাড্ডায় স্ত্রী-কন্যাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরা হলেন, মাহমুদা আক্তার বৃষ্টি (৩৩) ও তার মেয়ে সানজা মারওয়া (১০)। এ ঘটনায় নিহত মাহমুদার স্বামী সেলিমকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সাদেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে আশঙ্কাজনক অবস্থায় মা-মেয়েকে বনশ্রী ফরাজী হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ফরাজী হাসপাতাল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তাদের মৃত্যু হয়।
চিকিৎসকের বরাত দিয়ে এসআই সাদেক হোসেন বলেন, মা-মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে আটক স্বামী সেলিম দাবি করলেও, বিষপানের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেলিম দুজনকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
মা-মেয়ের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।