ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামা ভারত পঞ্চমদিন শুরু করেছে হারের ঝুঁকি নিয়ে। হাতে ৩ উইকেট রেখে ২৮০ রানের বিশাল বোঝা মাথায় দলটির।
গতবারের মতো এবারও তাই টেস্টের ফাইনাল ফলাফলের দিকে এগোচ্ছে। জিততে হলে রেকর্ড গড়তে হবে বিরাট কোহলিদের। ড্র করতে হলে পুরো দিন ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিতে হবে। কোন কারণে টেস্টটি ড্র হলে চ্যাম্পিয়ন হবে কারা?
উত্তর- যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সঙ্গে অর্থ পুরস্কারও ফাইনাল খেলা দুই দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.৩.৩ ধারায় বিষয়টি নিয়ে উত্তর দিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, যদি ম্যাচ ড্র হয়, টাই হয় কিংবা পরিত্যক্ত ঘোষণা করা হয় দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। তারপরও ম্যাচটি এখন আর পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই। কারণ প্রথম চারদিন কোন বিঘ্ন ছাড়াই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি বা আবহাওয়া জনিত কারণ ম্যাচ বন্ধ থাকলে ড্র ঘোষণা করা হবে।