ফিচারবাংলাদেশ পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার দ্বারা ProvatAlo - জুন ১১, ২০২৩ 0 189 FacebookTwitterPinterestWhatsApp মরদেহ উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কর্মীরা। পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্র নিখোঁজের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে গোলাম সারোয়ার সাইম ও দুপুর ১২টার দিকে রিফাত খন্দকারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম। এর আগে নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা গোসল করতে নেমে পদ্মা নদীতে নিখোঁজ হন। নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজা মাইনুদ্দীনের ছেলে রিফাত খন্দকার গলিব (১৭)। উদ্ধার হওয়া সাইম ও রিফাতের মরদেহ তাদের পরিবার নিয়ে গেছে।