সুইডেনে বন্দুক হামলায় নিহত ১, আহত ৩

0
144
বন্দুক হামলার পর জায়গাটি ঘিরে তদন্ত কাজ চালায় পুলিশ।

সুইডেনে এক বন্দুক হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত ও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার স্টকহোমে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির পুলিশ।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এএফপি জানায়, শনিবার সন্ধ্যার আগে স্টকহোমের দক্ষিণাঞ্চলে গোলাগুলির খবর পায় পুলিশ। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

স্টকহোমের পুলিশের মুখপাত্র টোয়ে হ্যাগ বলেন, গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে যে নিহত হয়েছে সে একজন ১৫ বছর বয়সী কিশোর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এক বিবৃতিতে পুলিশ জানায়, এই ঘটনায় ১৫ বছর বয়সী আরও এক কিশোর আহত হয়েছে। এছাড়া ৪৫ বছর বয়সী এক পুরুষ এবং ৬৫ বছর বয়সী এক নারীও আহত হয়েছেন।

তারা জানায়, হামলার এক ঘণ্টার মধ্যে একটি গাড়ি ধাওয়া করে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে গত শুক্রবার স্টকহোমে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় আরও তিনজন আহত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.