টার্কিশ লিরার রেকর্ড দরপতনের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর পদে রদবদল ঘটিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অর্থ নির্বাহী হাফিজ গেয়ে এরকানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের
এরকান এর আগে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের কো-সিইও এবং গোল্ডম্যান স্যাকসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গত ২৮ মে তৃতীয় মেয়াদে এরদোয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মাথায় এরকান এই নিয়োগ পেলেন।
পঞ্চম কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সাহাপ কাভসিওগ্লু -এর স্থলাভিষিক্ত হবেন এরকান।
রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, ধারাবাহিক পতনের মধ্য দিয়ে এই সপ্তাহে লিরার মান সর্বকালের সর্বনিম্ন অবস্থায় এসে ঠেকেছে। গতকাল বৃহস্পতিবার ডলারের বিপরীতে লিরার বিনিময় হার দাঁড়িয়েছিল ২৩ দশমিক ১৭।