দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান: পরিকল্পনামন্ত্রী

0
214
ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজে এম এ মান্নান মেধা বৃত্তি পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কয়লা আসলেই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে যাবে। বিদ্যুতের ঘাটতি রয়েছে সেটা পূরণ করতে সরকার যথেষ্ট চেষ্টা করছে। কিছু পূরণ হয়েছে, পুরোপুরি হয়নি। আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে।

শুক্রবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজে এম এ মান্নান মেধা বৃত্তি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মদন মোহন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আবু নঈম শেখ।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম কমে আসছে। পেঁয়াজের দাম বাজারে কমতে শুরু করেছে। বাজারে জিনিসপত্রের দাম নজরে রাখা হবে।

তিনি বলেন, লোডশেডিং হচ্ছে। এই সমস্যা সমাধানে একটু সময় লাগবে। সমাধানের জন্য সরকার কাজ করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জে পুলিশ সুপার মো এহসান শাহ প্রমুখ। পরে মেধাবীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.