যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস লিস্ট তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানায়।
এক বছরের মেয়াদে ক্রিস লিস্ট নানাবিধ বিতর্কের জন্ম দেন। মার্কিন সংবাদ চ্যানেলটি পরিচালনায় ব্যর্থতার সমূহ অভিযোগ মাথায় নিয়ে সরে গেলেন ক্রিস লিস্ট।
সিএনএনের দৈনিক মিটিংয়ে বুধবার সংবাদমাধ্যমটির মালিকানা কোম্পানি ওয়ার্নার ব্রস. ডিসকভারির প্রধান নির্বাহী ডেভিড জাসল্যাভ বলেন, ‘ক্রিসের সঙ্গে দেখা করেছি আমি, তিনি সিএনএন ছাড়ছেন।’
সম্প্রতি দ্য আটলান্টিক ম্যাগাজিনে ক্রিস লিস্টকে নিয়ে ১৬ হাজার শব্দের প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই গুঞ্জন শুরু হয়। ওই প্রতিবেদনের জেরে গত সোমবার ক্রিস লিস্ট ক্ষমাপ্রার্থনাও করেন।
দ্য আটলান্টিকের প্রতিবেদনে ক্রিস লিস্টের এক বছরের মেয়াদকালের নানা অনিয়ম, কর্মীছাঁটাই, র্যাংক-রেটিংয়ে সর্বকালের নিম্ন অবস্থানে যাওয়ার বিস্তারিত তথ্য উঠে আসে।