ওয়ারীতে গ্যাসের চুলা ও ধূমপান বন্ধ রাখার নির্দেশ

0
147
ওয়ারীতে মঙ্গলবার দিনগত রাতে আগুন লাগে।

রাজধানীর ওয়ারী পুরোনো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাস লাইনে লাগা আগুন দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

এ ঘটনায় দগ্ধ ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। টিপু সুলতান সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্যাসের চুলা ব্যবহার ও ধূমপান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার ভোর সোয়া ছয়টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মঙ্গলবার দিনগত রাত ২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। তৎক্ষণাৎ সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হন। পরে তিতাস গ্যাসের দুটি টিম ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার স্টেশনের তিনটি, সূত্রাপুর স্টেশনের দুটি ও সদরঘাট স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.