আদালতে আজও হট্টগোল, বিএনপিপন্থী ২৮ আইনজীবীর বিরুদ্ধে জিডি

তারেক-জোবাইদার মামলায় সাক্ষ্যগ্রহণ

0
131
আদালতের বারান্দায় বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণের সময় বুধবারও আদালতে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের বারান্দায় জড়ো হয়ে স্লোগান দেন। এতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেলে বিচারক এজলাসে বসেন। পরে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলমের সাক্ষ্য নেওয়া হয়।

এ নিয়ে মামলার ৫৬ সাক্ষীর ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

এর আগে আজ দুপুর সোয়া ২টার দিকে তারেক-জোবাইদার মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীরা সাক্ষ্য দেওয়ার সময় বিএনপিপন্থী আইনজীবীরা এজলাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপিপন্থী আইনজীবীরা বলেন, এই সরকারের আমলে কোনো সুবিচার হতে পারে না। নির্বাচনের আগে তড়িঘড়ি করে একটা রায় দিয়ে তারেক রহমান ও জোবাইদা রহমানকে দেশের মানুষের কাছে ও বিশ্ববাসীর কাছে হেয় করার পাঁয়তারা চলছে। এ সময় তারেক-জোবায়দার বিরুদ্ধে প্রহসনের বিচার বন্ধের দাবি জানান তারা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এরপর বেলা সাড়ে ৩টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা সেখান থেকে চলে যান।

এর আগের দিন মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে একই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর পরপরই আদালতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে হইচই ও হট্টগোলের ঘটনা ঘটে। এ সময় বিচারক এজলাস ছেড়ে চলে যান।

এ ঘটনায় বিএনপিপন্থী ২৮ আইনজীবীর নাম উল্লেখ করে রাজধানীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়াও জিড়িতে অজ্ঞাত আরও ১০০-১৫০ জনের কথা বলা হয়েছে।

মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন মঙ্গলবার রাতে ওই জিডি করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. শাহীনুর রহমান।

জিডিতে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, অ্যাডভোকেট সেলিম, মিলন, মিনহাজ রানা, আনোয়ার হোসেন, মো. জাবেদ, শফিকুল ইসলাম শফিক, আব্দুল হান্নান, আব্দুল খালেক মিলন, জহিরুল ইসলাম কাইয়ুম, তাহমিনা আক্তার হাশমী, শামিমা আক্তার শাম্মি, নারগিস সুলতানা মুক্তি, ওমর ফারুক ফারুকী, নিজাম উদ্দিন নিজাম, ইব্রাহীম স্বপন, মো. মোয়াজ্জেম, মো. নুরুজ্জামান, এইচ এম মাসুম, মো. হিরা, মো. সামছুজ্জামান দিপু, বিল্লাল হোসেন, মাসুম হাসান, নিহার হোসেন ফারুক, তাহেরুল ইসলাম তৌহিদ, হাফিজুর রহমান হাফিজ, জহিরুল ইসলাম মুকুল, নুরুজ্জামান তপন।

গতকাল হট্টগোলের একপর্যায়ে বিএনপির আইনজীবীদের ধাওয়া করে এজলাস থেকে বের করে দেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। এ সময় কয়েকজন আইনজীবী আহত হওয়ার ঘটনাও ঘটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.