‘আমি যদি নমিনেশন পাই, এবার আপনাদের পোষায়া দিমু’

0
141
সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টরকি মাদ্রাসা মাঠে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আর তিন থেকে চার মাস পরেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। নির্বাচন কমিনশনের নিয়ম মেনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এ জন্য আমাদের সবাইকে আরেকবার ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। আমিও এই নির্বাচনে অংশ নিতে চাই। আমি যদি নমিনেশন পাই, এবার আপনাদের পোষায়া দিমু।’

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টরকি মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে আমরা অনেক খুশি এই কারণে যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যারা বানচালের ষড়যন্ত্র করবে, যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী তাদের ভিসা বাতিল হবে। এটা বাংলাদেশের মানুষের জন্য একটি খুশির সংবাদ। কারণ, বিগত সময়ে জাতীয় নির্বাচন বানচাল করার জন্য বিএনপি-জামায়াত বাসে আগুন এবং বোমা হামলা করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এমন কর্মকাণ্ড প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরকার যে সহযোগিতার মনোভাব জানিয়েছে, সেটাকে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত জানায়।’

সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সফিকুল রহমান এই সমাবেশে সভাপতিত্ব করেন। মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকারের সঞ্চালনায় সমাবেশটি হয়। এতে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.