মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে স্পিনারদের ভিড়। জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের ‘ভ্যারিয়েশন ক্যাম্প’ চলছে সেখানে। আর ইনডোরে ব্যাটসম্যান-বোলারদের নিয়ে কাজ করছেন জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। ঘরের মাঠে আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের এই অনুশীলনকে বলা হচ্ছে ‘প্রি-সিরিজ ক্যাম্প’। সে জন্য ডাক পড়েছে ২৬ ক্রিকেটারের। এই ২৬ জনের দলে নেই মাহমুদউল্লাহ।
আজ মিরপুরে অনুশীলনে দেখা গেছে রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদদের। হেরাথের ক্যাম্পে ছিলেন তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান ও বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের সাত স্পিনার। এ ছাড়া প্রি-সিরিজ ক্যাম্পের পাঁচজন ক্রিকেটার আছেন সিলেটে ‘এ’ দলের সঙ্গে।
আজ অনুশীলনের ফাঁকে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘প্রি-সিরিজ ক্যাম্পে যা হয়, সাধারণত একটা সিরিজের আগে যদি সময় থাকে, তখন আমরা এমন একটা ক্যাম্প করি। এরপর যখন যে সংস্করণে খেলা হয়, তখন সে সংস্করণটাকে গুরুত্ব দিয়ে এগোতে হয়।’
নাফিস ইকবাল আরও যোগ করেন, ‘আমাদের এখন ২৬ জনের দল দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ জন ‘এ’ দলে আছে। বাকিরা এখানে আছে। কারণ, ‘এ’ দলের খেলা আছে। ৩ তারিখে (জুনের) খেলা শেষ হলে দু-এক দিন বিশ্রাম নিয়ে আমাদের সঙ্গে যোগ দেবে। তখন আমাদের সবাই একসঙ্গে অনুশীলন করবে।’
এত ক্রিকেটারের ভিড়ে মাহমুদউল্লাহর না থাকার কারণ জানতে চাইলে নাফিসের জবাব, ‘এই প্রশ্নটা মনে হয় না আমার জন্য। এটা নির্বাচকদের ব্যাপার।’
বিশ্বকাপের আগে কি সুযোগ পাবেন মাহমুদউল্লাহ-আফিফ
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, পবিত্র হজ পালনের জন্য ছুটি নিয়েছেন মাহমুদউল্লাহ। তবে সেটা আগামী ২২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত।
টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ এখন শুধু সাদা বলের ক্রিকেটে খেলে থাকেন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুলাই। সে ক্ষেত্রে ঘরের মাঠের এই সিরিজেও মাহমুদউল্লাহর থাকার কথা নয়। গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের পর থেকেই ওয়ানডে দলে নেই মাহমুদউল্লাহ। গত বছর এশিয়া কাপের পর টি-টোয়েন্টি দল থেকেও মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়।