আইফায় ‘ব্রহ্মাস্ত্র’-এর জয়জয়কার, আবুধাবিতে আরও যাঁরা পুরস্কার পেলেন

0
144
আইফার মঞ্চে সালমান খান

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসেছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি পুরস্কারের (আইফা অ্যাওয়ার্ড) ২৩তম আসর। ২৬ মে শুরু হওয়া এই অনুষ্ঠানের পর্দা নেমেছে গতকাল শনিবার।

সত্তর বছর পিছিয়ে যাবেন রাকুল

এবারের আসরে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ সিনেমার জয়জয়কার। এ আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে রণবীর-আলিয়ার এই সিনেমা।

আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট
আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাটটুইটার

আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন আলিয়া ভাট। তবে এই সিনেমার জন্য নয়, ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’তে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পান আলিয়া।

সেরা অভিনেতার পুরস্কার উঠেছে হৃতিক রোশনের হাতে। ‘বিক্রম বেদা’ সিনেমার জন্য এ পুরস্কার পান তিনি।

সেরা অভিনেতার পুরস্কার উঠেছে হৃতিক রোশনের হাতে
সেরা অভিনেতার পুরস্কার উঠেছে হৃতিক রোশনের হাতেটুইটার

এ ছাড়া এবারের আসরের সেরা সিনেমা ‘দৃশম ২’। বলিউডের মন্দা বাজারেও এই সিনেমা বক্স অফিসে সফল হয়েছিল। এবার পেল সেই সফলতার পুরস্কার।

আইফা অ্যাওয়ার্ড উপলক্ষে আবুধাবিতে বসেছিল একঝাঁক বলিউড তারকার আসর। আইফা অ্যাওয়ার্ডের ২৩তম আসরের সঞ্চালনায় ছিলেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশল।

মঞ্চে নোরা ফতেহি
মঞ্চে নোরা ফতেহিটুইটার

নাচে-গানে মঞ্চ মাতিয়েছেন সালমান খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, নোরা ফতেহি, রাকুল প্রীত সিং প্রমুখ।

একনজরে আইফা ২০২৩ বিজয়ীদের তালিকা
সেরা সিনেমা
: দৃশ্যম ২
সেরা অভিনেতা: হৃতিক রোশন (বিক্রম বেধা)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)
সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট )
সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (কেশরিয়া: পার্ট ওয়ান-শিবা)
সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (রসিয়া: পার্ট ওয়ান-শিবা)
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (কেশরিয়া: পার্ট ওয়ান-শিবা)
সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা)
সেরা নবাগত অভিনেতা: শান্তনু মহেশ্বরী (গঙ্গুবাই কাঠিয়াবাড়ি) এবং বাবিল খান (কালা)
সেরা নবাগত অভিনেত্রী: খুশিলি কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)
সেরা চিত্রনাট্য: গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি
সেরা মৌলিক চিত্রনাট্য: পারভেজ শেখ ও জাসমিত রিন (ডার্লিংস)
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: আমিল কেয়ান খান ও অভিষেক পাঠক (দৃশ্যম ২)
সেরা পার্শ্ব অভিনেতা: অনিল কাপুর (যুগ যুগ জিয়ো)
সেরা পার্শ্ব অভিনেত্রী: মৌনী রায় (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা)

সূত্র : হিন্দুস্তান টাইমস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.