যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা পেইজ রাডি বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে বিয়ের আগেই বাড়িতে আগুন লেগে মারা যান তিনি।
আগুন লাগার পর ধোঁয়ার মধ্যে আটকে থাকার কারণে পেইজ রাডির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
গত মঙ্গলবার (২৩ মে) উইসকনসিন অঙ্গরাজ্যের রিডসবার্গ শহরের ১৯ বছরের নারী পেইজ রাডির সঙ্গে মিচেল কার্টারের বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। সাউক কাউন্টি আদালতে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে বিয়ের আসরে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে তাঁর বাড়িতে আগুন লেগে যায়। এতে ধোঁয়ার মধ্যে আটকে থাকার কারণে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এ কনে। পরদিন বুধবার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পেইজ রাডির পরিবারের সদস্যরা বিয়ের আনন্দ আয়োজনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে আগুন লাগার খবরে মুহূর্তের মধ্যে সবকিছু মলিন হয়ে যায়।
উইসকনসিনের ম্যাডিসন ভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউএমটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রাডির খালা বলেন, ও খুব চমৎকার মানুষ ছিল। অপছন্দ করার মতো কিছু তার মধ্যে ছিল না।
পেইজ রাডির খালা আরও বলেছেন, আগামী সপ্তাহে তাঁর (রাডির) অন্ত্যেষ্টিক্রিয়া হবে।
সাউক কাউন্টি কর্তৃপক্ষ এ ঘটনায় প্রাথমিক তদন্ত চালাচ্ছে।
পেইজ রাডির পরিবারের সদস্যরা তাঁর শেষকৃত্যের খরচ মেটাতে অনলাইনে অনুদান সংগ্রহকারী মাধ্যম গো ফান্ড মি ব্যবহার করে তহবিল সংগ্রহ করছেন।